আল্লাহ্ মহান আল্লাহ্ মহান ও গো মোর অর্ন্তযামী,
তুমি অন্তরের ভাষা বোঝ সবারই,
বিশ্ব-ভূবন সৃজন করে,
সাজাইলা তারে নিজের মত করে,
এক হাতে চালাও সবই তোমার ইচ্ছা মতো,
রবী-শশীকে চালাও তুমি তোমার নির্দেশ মতো।
পাহাড়-পর্বতকে দাড় করিয়ে রেখেছ পৃথিবীর পেরেক করে।
সমুদ্র চঞ্চল চলে অবিরল,
আকাশের নক্ষত্র ধরণীকে করে উজ্জ্বল,
স্নিগ্ধ সমীরের পরশে সবুজ-শ্যামল ধরণী,
বারে বারে যেনো নেচে নেচে ওঠে আমাদের এই‘অবনী’।
মানুষকে সৃজন করে এই ধরণী ’পরে
আদেশ দিলে তারে তোমার আরাধনার ত্বরে।
নিজ হাতে আদমকে সৃষ্টি করে রাখিলে জান্নাতে,
বলিলে ফেরেস্তাদের আদমকে সেজদা করিতে,
সিজদায় রত হইল সকল ফেরেস্তা
তোমার হুকুম তামিল করিতে।
একজন ব্যতিত,
নাম তার রাখিলে শয়তান আজাজিল।
লান্নত করে দিলে ছেড়ে তারে, এ ধরণীর পরে।
শত্রু বানালে তারে আদমের ত্বরে।
বিবেক বুদ্ধি জ্ঞান তুমি আদমকে দিলে,
আদম যেন পথভ্রষ্ট না হয় কোনো কালে।
তোমার মহিমার তারিফ করি বার বার,
ক্ষমা কোরো মোরে যদি ভুল হয়ে থাকে আমার।
নাজাত করিও আমায়,
জান্নাতে স্থান দিও আমায়।