নিশিত রাতে স্তব্দ কেন এ পৃথিবী
নাকি ভয় ভীতিতে মাথা নত করেছে তোমার কাছে।
স্তব্দ আকাশে প্রজ্জলিত হয়ে নক্ষত্ররাজি তোমারই গান গাহিতেছে ।
দিন মনি আধারের অতল গহীনে হারিয়ে গেছে একাকার
তবু তোমার ডাকে সারা দিতে ডাকিতেছে তোমার বান্দা বারবার।
তোমাকে পাবার ত্বরে ভয়ভীতিতে নিরবে অশ্রুজলে ভাসায়েছি বুক
প্রভু হে তোমার পথচুত্য করে মোদের কখনও করোনা বিমুখ।
দিনমনির আগমনে তিমির প্রস্থানে কোলাহলে মুখরিত এই ধরণী।
তবু তোমার সনে পড়িতেছি কুরআন
মসজিদ থেকে মুয়াজ্জিন হাকিতেছে আযানের ধ্বনি।
শ্রদ্ধানত শিরে ভয় ভীতিতে তোমাকে পাবার আশায় আরাধনায় মগ্ন।
হে প্রভু ক্ষমা কর মোদের , চালাও সে পথে।
যে পথে নেই কোন অভিশাপ, ভ্রান্তি পরিতাপ।
বিদায়ের ঘন্টা যখন বাজিবে ভবে
আর থাকা নাহি যাবে ধরার মাঝে।
তবুও তোমার নামের তারিফ করব ক্ষণে ক্ষণে।
নাজাত করিও আমায় ধরনীর মাঝে
নিষ্পাপ করে নিও আমায় সমাধি মাঝে।
জান্নাতে নছিব করিও আমায় করি মুনাজাত।
তোমার নামের গুনেই যেন আখেরাতে পাই নাজাত।