আজ শান্ত সন্ধ্যায়
ঐ পুকুরের ওপর দিয়ে
শঙ্কচিল উড়ে যায়।    
ঝিরিঝিরি হাওয়া বয়,
সতত মনে পড়ে যায়
সেই অকাল অবেলার পেঁচার কথা।
এই পুকুরের ধারে বসে
সন্ধ্যা কাটাইনু অবশেষে,
আবার কোনো দিন হয় তো ফিরিয়া আসিব,
এই বাংলার আকাশ, বাতাস, প্রকৃতিকে ভালবেসে।