জীবনের বাঁকে বাঁকে
অন্তহীন সময়ের পথে
স্মৃতির পাতায়
কত হাসি কত কান্না
কত সুখ কিংবা যন্ত্রণা
মনে পড়ে যায়।
বিষাদগ্রস্থ এ জীবনে
কত রূপ ধারণ করে ক্ষণে ক্ষণে
যার কিছু  থাকে স্মরণে,
বাকি সব পড়ে থাকে হৃদয়ের অন্তরালে।
জীবনে ঘটে যাওয়া হাজারটা গল্পবলা হয়নি আজো কখনো
আজও ভুলে যাই নি আমি সেই কথা হয় তো ভুলবো না কোনোদিনও।
বাবার সেই স্নেহ মাখা শাসন
মায়ের সেই মন জুড়ানো ভালবাসা।
সময় বদলেছে
তার সাথে সাথে বদলে গেছে
জীবনের একেকটা বাঁক,
একেকটা বাঁকের কোথাও ছিল সফলতার হাসি
আবার কোথাও ছিল ব্যার্থতার কান্না।
কখনো বন্ধুর মতো হাত বাড়িয়ে
যারা এসেছে,
তারা ভালবেসেছে,
আপন জনের মতো।
আবার কখনো তারা চলে গিয়েছে,
বিশ্বাসঘাতকের মতো।
বন্ধু বলে পরিচয় দিবে শুধু তারে,
বিপদ আসিলে কাজে লাগে যারে।
যারা এ জগতে বোঝে নিজ স্বার্থ শুধু,
তারা পারে না কো বন্ধু হতে কভু।
জীবন মানে সমস্যার  ছড়াছড়ি,
জীবন মানে সমস্যা থেকে বাাঁচতে চাওয়ার,
ইচ্ছা বরাবরই।
জীবন মানে যুদ্ধ করতে যদি পার,
জীবন মানে এক কঠিন খেলা বুঝতে যদি পার।
জীবনের মানে বোঝাটা অত সহজ নয় কো,
জীবনের মানে বুঝতে হলে,
সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী
পেরিয়ে যাবে হয় তো।
কত কিছু ঘটে গেল জীবনের বাঁকে বাঁকে,
পুরোনো সেই কথা গুলো সব কি মনে থাকে।
পুরোনোকে ভুলে গিয়ে,
নতুনকে কর বরণ,
কারণ, নতুন করে যুদ্ধ শুরুর নামই তো
হলো জীবন।