যেথা কর্ম          সেথা ধর্ম
                করে অবস্থান
অচল অলস যেবা ঘুমিয়ে থাকে যে সদা
               জীবন কাটিয়ে দেয়,
                 হয়ে ম্রিয়মান।
  শমন যবে               এসে যাবে
                তার খেলাঘরে
  হুশে-বেহুশে কিংবা মানসে
            সে আফসোস করে।
“আফসোস হায়        বুঝিনি রে ভাই
        সময় যে গেল কোন কালে ”
এরকম ভেবে ক্ষণকাল তবে
           চোখ বুজে জল ফেলে।
            ব্যর্থ এ জীবন তবে!
   মৃত্যুর পর যার স্মৃতি রয় না কো ভবে।
     যোগ্য-মহাযোগ্য শুধু সেই জন      
     বৃথায় যে সময় করে না বিসর্জন
সময়ের কাজ করে সময় মতোন।
এ জীবন হায় কাটিয়া যাইবে ভাই
                  কর্মের পিছু ঘুরে,
অবসর কোথায়              বিশ্রাম বোধ হয়,
              নিতে হবে কবরের ঘরে।