দু’শো বছর পরাধীনতা
অল্প নয় তো দীর্ঘতা
রয়েছে আরো কত জনের জন্য
কত গল্প, অগন্য।
মুক্তি পেল ভারতবর্ষ
বিদ্রোহীদের জন্য।
পাকিস্তানি হানাদারেরা
কেড়ে নিল বাঙালিদের অন্ন।
স্বাধীনতার হাক
দিয়ে গেছে ডাক
বাঙালি মায়ের সেই সন্তান।
তুমি কি জান ?
কি তার নাম?
আমি জেনেছি আমি দেখিনি
আমি ইতিহাসে পড়েছি
আমি দাদু ভাইয়ের কাছে গল্প শুনেছি,
নাম তার শেখ মুজিবুর রহমান।
তুমি জন্মেছিলে এই দেশে
বাংলা মায়ের কোলে,
তুমি দিয়েছিলে হাক,
স্বাধীনতার ডাক,
স্বাধীন বাংলার জন্যে।
তাই তো মোরা পেলাম আজ স্বাধীন বাংলাদেশ।
মুক্তিযুদ্ধে তোমার অবদান হবার নয়তো শেষ।