শেখ মুজিবুর রহমান,
ওই নামে যেন বাঙ্গালী গায়
বাংলার জয়গান।
ওই নামে যেন বজ্রপাত হয়
অকাল অবেলায়।
যুদ্ধে ত্রে হাজার সেনানি
আছে তোমার পাছে।
ভয় কি আমাদের আমরা বাঙ্গালি
বাঁচবো মরবো এক সাথে।
শত্রু পক্ষের কামান বুলটে
বিদ্ধ করে সৈনিকের বুক।
তখনও তুুমি হওনি নিশ্চুপ
বীর বাঙ্গালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন করো
একটি কথার বারুদে জেগে উঠেছিল
যেন পূর্বপাকিস্থান,
সবার মনেতে সাজ সাজ রব
আবার বুঝি হবে উদ্ভব,
কোন নবীন সন্তান
আমরা বাঙ্গালি লাঠি সোটা নিয়ে
চললিাম ফিরিয়া আনিতে জয়,
বাঙ্গালির মনে আর কখনো আসবে নাকো ভয়।
আমরা বাঙ্গালি রক্ত দিয়ে
যুদ্ধ করেছি জয়।
৭৫এর এক রাতে বিপথগীমা এক সৈন্য দলের হাতে
দিতে হয়েছিল তোমার প্রাণ।
তোমার ডাকেতে আজকে আমরা হয়েছি স্বাধীন,
তুমি বঙ্গবন্ধু,
মৃত্যুর পরও থাকবে অমর
বাঙ্গালির বুকে চিরকাল ।