বিজয় দেখিনি আমি,
আমি পেয়েছি তাহার সুখ,
বিজয় আমায় স্বাধীনতা দিয়েছে,
আমি পাই নি সেই দুঃখ।
যা পেয়েছে মুক্তিকামী যোদ্ধারা,
যাদের প্রবল আক্রমণে,
পাকিস্তানিরা হয়েছিল দিশেহারা।
সেই যে কবে স্বাধীন হয়েছে,
বিজয় পেয়েছে এই বাংলা।
সেই বিজয়ের প্রতি যেন শ্রদ্ধা জানাই আমরা।
বিজয় তোমার আলোয়,
মাথা উচিয়েছে বাঙালি,
তাই তো মোরা বিজয়ের দিনে
শ্রদ্ধা জানাই মোদের হৃদয়ে,
শহীদদের কথা স্মরণ করে,
চোখের অশ্রু ঢালি।
১৬ই ডিসেম্বর,
হয়েছিল অমর,
বিশ্বের বুকে বাঙালি।
বিজয়ের লাল নিশান উড়াই,
উর্ধ্ব গগণ তলে,
খোলা আকাশের নিচে যেন
লাল সবুজের আগুন জ্বলে।