আজ বাংলার আকাশ- বাতাস বিষন্ন স্তব্ধ ও নীরব,
সদাই যেন শুনতে পাই হা-হা কারের নিঃশ্বাস
চারিদিকে শুধু লাশের গন্ধ ভারি বাতাসে।
বৃষ্টি তার কান্না শোনায়,
পাখিরা কেঁদে কেঁদে আসে আমার কাছে
বলে যায় মুজিব আজকে তুমি কোথায়?
আমরাও যাব সেথায়।
পলাশ ফুলের গন্ধে কিংবা যখন
ঐ ময়না পাখি গান গায় ।
মনে পড়ে যায় তাহার বজ্র কন্ঠ খানি,
৭ই মার্চের ভাষণে
যিনি শুনিয়ে ছিলেন তাহার অমর কবিতা খানি।
কতনা অত্যাচার সহ্য করেছ,
কতনা অপমান গ্রাহ্য করেছ,
ফাঁসির রায়কে তুচ্ছ বলেছ,
বাংলাদেশের জন্য।
বাংলাদেশ ধন্য হয়েছে তোমারই জন্য।