আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি,
তোমার রূপ দেখে
তোমার অপরূপ সাজ দেখে,
আমি তোমার কাছে আসি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি,
আমি দেখেছি তোমার সুখ দুঃখ, কান্না আর হাসি।
আমার সোনার বাংলা,
তুমি আমার জন্মভূমি,
তোমাতে আমার সুখ,
তুমি প্রিয় মাতৃভূমি।
আমার বাংলাদেশ
চোখের পাতার স্বপ্নে আঁকা স্বপ্ন পরীর দেশ,
১৬ কোটির আশা নিয়ে তার বুকেতে মাথা,
সুখ-দুঃখের কথা দিয়ে আঁকছি নকশি কাঁথা।
সুজলা-সুফলা শস্য-শ্যামলা অপূর্ব এক ছবি,
“ সকল দেশের রাণী সে যে” বলেছিলেন এক কবি।
৫৬ হাজার বর্গ মাইল বিস্তৃত
১৬কোটি মানুষের অস্তিত্ব।
বহু ধর্ম-জাতির দেশ
আমাদের এই বাংলাদেশ।