শীতের সকালে শিশিরে ভিজে থাকে ঘাস
ঝরে পড়ে গাছের পাতা।
সকলে ঘুমায় গৃহে
মুড়– দিয়ে মাথা।
মৃদু মন্দ বায়ু বয় চারিদিকে
সকাল হতেই পূর্ব আকাশে ঊষা ফুটে ওঠে।
অলস হয়ে পড়ে জন মানব সব,
রবির হালকা কিরণ হয় উদ্ভব।
শীতের সকালে গৃহিণীরা বানায় নানা রকম পিঠা
পিঠা খেতে মেতে উঠে সকল শিশুরা।
শীতে নিষ্ঠুরতা হয় অবর্তীণ
উদ্ভিদ সব হয়ে পড়ে জীর্ণশীর্ণ।