আজকে হঠাৎ,
দেখি আকাশে ভীষণ বজ্রপাত,
আকাশে তখন মেঘেরা করে খেলা,
এই খেলা যেন চলে আজকে সারা বেলা।
আর যত শিশু- বুড়ো আছে,
সবারই মনে আনন্দের এক মেলা।
টাপুর- টুপুর বাজছে নূপুর, বাজায় যেন কোনো এক কবি
সেই সুরেরই ছন্দ তালে মন হয়ে যায় ছবি।
বৃষ্টির এই অঝোর ধারা পড়ছে যেন টালমাটাল,
এই বৃষ্টিতে ভিজে খেলা করছে ছোট্ট শিশুর দল।
আজ তোরা আয় যাব নিয়ে পরীর দেশে,
রূপকথার সেই পরীর রাজ্যে, থাকব মিলে মিশে।