লক্ষ্য কর স্থির
হইবে তুমি বীর,
বিপদে হও ধীর,
নিশ্চিত হবে তোমার জিৎ।
মনটা কর স্থির
হইবে তুমি বীর,
তোমার মন যেন থাকে শান্ত-নিবিড়।
লক্ষ্য তোমায় পৌছে দেবে জীবনের মূলে।
লক্ষ্যে পৌছে গেলে তুমি,
সকল দুঃখ যাবে ভুলে।
লক্ষ্যবিমুক জীবন
পায় না কোনো দাম,
তার জীবন হয় মূল্যহীন,
কেননা সে মানুষ তো লক্ষ্যবিহীন।