শোনো হে বালক,
তোমায় বলছি, হতে হবে তোমাকে আদর্শ এক ব্যক্তি,
কথা ও কাজের সাথে থাকবে যার মিল,
করবে না কখনো মিথ্যা কোনো উক্তি।
মাতা- পিতাকে করতে হবে মনে প্রাণে ভক্তি।
ছোটদের করতে হবে আদর ও স্নেহ,
তোমার দ্বারা কখন যেন দুঃখ পায় না কেহ।
বড়দের করবে তুমি সবসময় সম্মান ও শ্রদ্ধা
তাদের কাছ থেকে গ্রহণ করবে উপদেশ ও বিদ্যা।
করবে না তুমি চুরি ডাকাতি কিংবা অন্যায় কোনো কাজ
এসব কথা বলছি তোমায় আজ,
যদি তুমি উপদেশ গুলো মান,
একদিন তুমি অনেক বড় হবে জীবনে কখনো।