মা কথাটি অতি ছোট্ট
জান কি এর মহাত্ম।
মা বিনা কি সন্তান হয়
মা যে সব সময় সন্তানের কথাই কয়।
সন্তান সে যত বড়ই হোক
মায়ের কাছে সে অতি ছোট্ট।
মা বিনে সুখ: পাবে কি ধরণীতে।
সন্তানের বিপদে মা-ই ঝাপিয়ে পড়ে।
দশ মাস দশদিন গর্ভে রেখে
জন্ম দিয়ে আমায় দেখিয়েছে পৃথিবীর আলো।
তুমি যদি না থাকিতে মা
দেশটাইতো হতো কালো।
মা বিনে সন্তান হবে কিসে
এ ধরণীতে মা বিনে সব মিছে।
মা বড় ধন , রক্তের বাধন
নাহি অন্য কিছুতে।