আসাম থেকে বন্যার জলে
আসলো ভেসে মস্ত বড় এক হাতি।
বাহাদুরের মতন জলে ডাঙ্গায় ঘুরা ফেরা করে
কাউকে পড়োয়া না করে।
তাইতো কিছুদিন পরেই নাম হয়ে গেল তার বঙ্গ বাহাদুর।
তাকে নিয়ে সকল মাধ্যমে
সে কি ভীষণ মাতামাতি।
নামি দামি সকল খবরের কাগজে
ছাপালো খবর অতি যতনে।
বাদ রইলো না কোন রেডিও বা টিভি চ্যানেল
দেখালো সরাসরি যে যার মতনে।
বিবিসি ও সংবাদ করলো প্রচার
তখনও বাহাদুর জলেতে।
ভারত থেকে বিশেষ টিম  এলো
হাতিটিকে ধরবে বললো।
ব্যার্থ হয়ে ফিরলো তারা অবশেষে
লোক লজ্জার ভয়ে চলে গেল দেশে।
ঢাকা থেকে বিশেষ দল, গেল হাতি ধরতে।
চির ধরাশায়ী হয়ে গেল সে
বিশেষ দলের হাতে।
এমনই বিশেষজ্ঞ দল আমাদের  বাংলাদেশে
বঙ্গ বাহাদুরকে মেরেই ছাড়ল অবশেষে।