লক্ষ টাকার ঘর বানিয়ে, বাসা বাধি থাকার তরে।
চড়–ই পাখি এসে বলে এ ঘরটা যে আমারি লাগে।
কিচির মিচির শব্দ শুনে মন আনন্দে যায় যে ভরে।
টিকটিকি টিক্ টিক্ শব্দ করে বলে যায় ঠিক্ ঠিক্,
এ ঘরটা যে আমারি লাগে।
কীটপতঙ্গ খেয়ে সে যে পরিবেশ রক্ষা করে।
ছারপোকার বাহাদুরি লেপ তোষকে গেছে ভরে
লুকিয়ে লুকিয়ে খাচ্ছে রক্ত দেখা নাহি যায় তারে,
একটু খানি র্স্পশ পেলে ভয়ে লুকায়।
এরপরেও বলে সে, এ ঘরটা যে আমারি লাগে।
উইপোকার দেখকান্ড খাট পালং খেয়ে করে অর্থদন্ড।
মনের আশা শেষ করিল, সৌর্ন্দয নাস করিল
তারপরেও বলে সে, এ ঘরটা যে আমারি লাগে।
তেলেপোকার তেলেছমাতি ঘর জোরে আছে মাতি
মনের সুখে উড়ে বেড়াই আনন্দে জীবন কাটায়
তারপরেও বলে সে, এ ঘরটা যে আমারি লাগে।
ইদুরের ছোটাছুটি জিনিসপত্র কেটে করল কুটিকুটি
ধরতে গেলে যায়না ধরা ভয়েতে অতি ভীত তারা।
তারপরেও বলে সে যে, এ ঘরটা যে আমারি লাগে।
বিড়াল মশায় আরাম প্রিয়, লেপ তোষকে বাসা
তাদেরও যে এ ঘরে থাকার বড় আশা।
ঘরের চালের নিচে কবুতরের বাসা
তাদের ও যে এ ঘরে থাকিবার বড় আশা।
বাকবাকুম শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়
মনের আনন্দে সে গান গেয়ে যায়।
সবাই মিলে করল দখল মোর ঘর খানা
এরা সবাই করবে দখল ছিল না মোর জানা।
অধিকার থেকে বঞ্চিত এদের যায় না তো করা।
এদের তরেই মহান আল্লাহ বানিয়েছেন এ ধরা।