হাওয়ার তালে মেঘ ভাসে
মেঘের আড়ালে সূর্য হাসে
তাই দেখে যে খোকা হাসে
নদীর বুকেতে নৌকা ভাসে।
মাঠে ফসলে নাচন ওঠে মৃদু-মন্দ বাতাসে।
এসব কিছু দেখে আমার মন জুড়িয়ে আসে,
সতত মনে হয় এই বাংলার প্রকৃতি, আমায় ভালবাসে।
ভোরের বেলা হলে পড়ে,
পাখিরা গানের সুর ধরে।
কিচির-মিচির শব্দে তারা মুখোরিত করে পরিবেশ,
এই বাংলার প্রকৃতির মায়া বুঝি, হবে না কো শেষ।
আহ! কী অপরূপ দেশ, কী অপরূপ ছবি!
এই নিয়ে কত কাব্য লিখেছেন কত কবি।
এদেশের বুকে জন্মেছে যারা, বাংলা যাদের ভাষা,
তারাই প্রকৃতপক্ষে বোঝে প্রকৃতির ভালবাসা।