আমি বীর
কালের মহাপ্রলয়ে দাড়িয়ে
শত অন্যায় অত্যাচার পায়ে মাড়িয়ে,
অন্যায়ের বিরুদ্ধে আজ খড়গ উচিয়ে,
বলছি, আমি বীর।
আমি মানি না কারো অন্যায় আইন,
আমি ভয় করি না কোনো যুদ্ধের বিস্ফোরক মাইন।
আমি  আকাশ ভেদিয়া উঠি,
আমি হর্ষের মতো ছুটি,
আমি দূর্বার গতিতে ভেঙে চুরে সবকিছু করি কুটি কুটি।
আমি মানি না কোনো দল
আমি আরবের লোককাহিনীর সিনবাদ,আমি বীরবল।
আমি সেই উন্নত মম শির,আমি বীর।।
আমি যুগের নতুন বাতাস,
আমি ভীরুর বুকের সাহস,
আমি চির গদ্যের কঠিন ভাষা,
আমি ভয়ংকর সর্বনাশা,
আমি শান্ত আমি দুর্গম আমি দূর্বার আমি প্রজ্জল
আমি হাত দিয়ে চিঁড়ে কুটি কুটি করি অন্যায়ের যত অঞ্চল।
আমি করি না কখনও নত মোর শির,আমি বীর।
যেদিন থামবে সন্ত্রাস অন্যায় অত্যাচার এ পৃথিবীতে
যেদিন রক্তপাত করতে গেলে বাঁধবে মানুষের হিতাহিতে,
যেদিন স্বৈরাচারীরা হবে ক্লান্ত,
আমি সেই দিনই হব শান্ত।।