তুমি বল,“ আমি স্বাধীন  এ বাংলায়,
আমি স্বাধীনচেতা তাই।”
বাংলার পথে আমি হেটে যাই স্বাধীন ভাবে,
এই পথ নাতো শেষ হবে।
এই সুখ যেন শেষ হবার নয়,
একাত্তর সনে মোরা করেছি এই বাংলা জয়।
বাঙালির নেই কোনো ভয়,
আছে তার স্বাধীনতা
বাংলার মানুষ ভাগ করে নেয় তাদের সুখ দুঃখ-ব্যাথা।