আধুনিক শিক্ষার পীঠস্থান,
মোদের শিক্ষকেরা কত না মহীয়ান,
এমন একটি বিদ্যালয়,
বি.এ.আর.আই উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক বন্ধুর মতো চলে,
ছাত্ররা তাদের শিক্ষকের সাথে নির্ভয়ে কথা বলে।
বিনয়ী ভাবে, নম্র স্বভাবে,
শিক্ষকেরা সেথায়
নিজেদের ক্লাসের পড়া বোঝায়।
ক্লাসের পড়া ক্লাসেই পড়ায়
পড়তে যেন না হয়  প্রাইভেট কোনো ছাত্রকে,
এমনই যত্ন করে পড়ায় সকল শিক্ষার্থীকে।  
এ বিদ্যালয়ে ধনী গরীবের ,
ভেদাভেদ নেই কোন ধর্মের,
সকলকে দেখা হয় সমান চোখে,
সত্যের শিক্ষা দেয়া হয় মিথ্যাটাকে রুখে।
প্রধান শিক্ষক মোদের বড়ই অভিজ্ঞ
প্রশাসনিক কাজ এবং পরিচালনায় অনেক দক্ষ।
কর্তব্য পালন করেন যথাযথ ভাবে,
তারই দিক নির্দেশনায়,
হয় তো একদিন, এ বিদ্যালয় আরও সুনামধন্য হবে।
এ বিদ্যালয়ের শিক্ষকেরা
ডাক্তার, ইঞ্জিনিয়ার, গড়বে তারা।
এ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা
বিশ্বব্যপী সেবার জন্য ছড়িয়ে পরবে তারা।
সরকারী আদেশ মান্য করবে
কর দিতে নাহি ভুলবে।
আর্দশ ন্যায়নীতিতে চলবে,
তাদের দেখে মনে হবে,
একেকটা উজ্জ্বল নক্ষত্র,তারা।  
করবে না কো কোন ভয় ভীতি,
কঠোর হস্তে করবে দমন বিশ্ব হতে দূর্নীতি।
গড়বে তারা আর্দশ সমাজ আর্দশ এক দেশ
তারাই গড়বে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ।
গাইবে তারা সমস্বরে সত্য জয়ের গান
তারাই একদিন উচু করবে বি.এ.আর.আই উচ্চ বিদ্যালয়ের সম্মান।