নেশা একটি মারাত্বক মরণব্যাধি
নেইতো এর কোন সুফল।
এর কুফলের যে নেই কোন শেষ।
তবুও কেন যে নেশার মাঝে ডুবে আছে দেশ?
প্রথম প্রথম ফুঁকে শখের বশে অসৎ সঙ্গ দোষে ।
কম দামে পেয়ে খায় জর্দা কিংবা সাদা পাতা।
আফিম ,মদ, গাজা পানে অকেজো হয় মাথা।
কিছু নেশা যায় পাওয়া অল্পদামে,
কোনটা আবার অনেক দামী।
বিড়ি, সিগারেট, ভাং ও প্যাথেডিন
হরেক রকম তার নামের বাহার।
কেউবা আবার বেশী নেশার আশায়
পান করে হেরোইন কিংবা ইয়াবা ।
লক্ষ মানুষ কষ্ট পেয়ে মরছে ধুঁকে ধুঁকে ।
কেউবা আবার ঘুমের বড়ি খেয়ে ঘুমায় দিন রাত।
হার্টের অসুখ হয় নেশাতে কারও বা হয় ক্যান্সার যক্ষা, কাঁশি।
রক্তের চাপ ও বাড়তে পারে গ্যাষ্ট্রিক আলসার হতে পারে
বাতরোগের ও ঝুঁকি বাড়ে।
অনেক দিনের নেশাতে হয় স্মৃতি শক্তি ক্ষয়।
এসব মরণ ব্যাধি রোগের কথা স্মরণ করে করো নেশাকে ভয়।
নেশাগ্রস্ত ব্যাক্তির জন্য পরিবার ও সমাজের শান্তি নষ্ট হয়।
নেশার দিকে ঝুঁকছে বেশী এ যুগের আধুনিক ছেলেমেয়ে
রাত-দিন তারা নেশায় থাকে বিভোর অসৎ সঙ্গ পেয়ে।
বিশ্ব বিবেক জাগো ,কর আলোচনা নিয়ে নেশার কুফল
তবেই পাবে সমাজ ও পরিবারে সুফল।