আবারো যে এসে গেছে প্রাণের বৈশাখ,
চারিদিকে দেখি যেন নব নব সাঁজ।
বাঙালির প্রাণের এই বৈশাখীতে
দেখ চারিদিকে চেয়ে, মেলা বসেছে।
তরুণীরা পড়ে দেখ লাল-নীল-হলুদ শাড়ি,
তরুণরা পড়ে দেখ পায়জামা-পাঞ্জাবী।
শিশুরা মেলায় গিয়ে চড়ে নাগরদোলায়
এই দিন তারা মেতে থাকে নানা রকম খেলায়।
বৈশাখীর আমেজ থাকুক সারা বছর জুড়ে,
ঘুরে ঘুরে প্রতি বছর বৈশাখী আসুক ফিরে।