হে প্রিয় বাংলার স্বাধীনতা,
তব সমান যেন স্বর্গ সুখ,
তোমার জন্য ইতিহাসে কত কাহিনী কত কথা,
যেমন তোমার জন্য একাত্তরে,
শহীদের রক্তে ভিজেছে এই বাংলার বুক।
আরও রয়েছে ছিষট্টির ছয় দফা,
৬৯ এর গণ অভ্যুথান, ৭০ এর সাধারণ নির্বাচন,
সর্বশেষে একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে
পাকিস্তানী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতন।
আজ গর্বিত বুকে ওড়াই বিজয় নিশান
যার জন্য একাত্তরে প্রাণ দিয়েছিল
বীর সৈনিক , কত নিরীহ কৃষাণ।