গাই সাম্যের গান
মানুষের চেয়ে উঁচু নাই কিছু, নাই কিছু মহীয়ান।
মানুষই শ্রেষ্ঠ জীব,
মানুষের তরে আজকে এ ধরণী চঞ্চল ও সজীব।
জগতে আজ চারিদিকে শুধু চেয়ে দেখি বারে বারে,
কতনা ভুক্ষারি অনাহারি আজ পরে আছে চারিধারে।
এসে গেছে রমাদান,
সারাদিন কোনো খাবার খায়নি ঐ ধনিক রোজাদার।
সারাদিন শেষে যখন অবশেষে সময় হলো ইফতারির,
এসময়ই তার দোরে এসে দাঁড়ায় এক ভিক্ষারি।
জীর্ণ শীর্ণ গাত্র তাহার,
ছেঁড়া কাপড়ে দেহ ঢাকা তার,
ভুক্ষারি বলিল, “ ভাত দে না বাপ,
পেট ফাঁকা আছে আজ লয়ে সাত দিন,
না খেতে পেয়ে চামড়ার তলে পড়েছে মরণ ছাপ।
রোজাদার কহে, ভাগ তুই শালা ভাত পাবি না দূর হ এখান থেকে,
সারাদিন আজ ভুক্ষা ফাঁকা আছে জ্বালাস নে এখানে এসে।
হায় রে রোজাদার,
রোজা রাখিয়াও বুঝলেনা তুমি রোজার মর্মসার।