আজকের শিশুই আগামীর কর্ণধার
তারাই তো একদিন মুছে ফেলবে সকল অন্ধকার,
তাদেরকে কেউ করো না অবহেলা।
শিশুরা হলো বিদ্যার মেলা।
এ বাংলার শিশুদল,
দেখতে লাগে, নক্ষত্রের মতো উজ্জ্বল।
তারা যে দেশের সম্পদ।
ফোটায় তারা মনের ভেতর শীতল-সুন্দর কোকনদ।
নিষ্পাপ অবুজ তারা,
হৈ হুল্লোরে খেলা ধূলোয় মাতিয়ে রাখে পাড়া।
সুন্দর এ ভুবনটাকে
ফুলে ফুলে সাজিয়ে রাখে,
হাসি খেলায় মেতে থাকে,
তারা সারাবেলা।
জিজ্ঞাসিবে জনে জনে,
এটা ওটা কত্ত কিছু
এই হাসি এই কান্না ভাব বদলায় ক্ষণে ক্ষণে।
প্রতিদিনই নতুন ভাবে শেখে নতুন কিছু।