সবাই বলে হাতের ময়লা নাকি টাকা,
তাই তো শুনি সবার মুখে ঢাকায় ওড়ে টাকা।
টাকাই আনে সুখ শান্তি
টাকাই আনে সংসারেতে অশান্তি।
টাকার মধ্যেই যে শত্রুতা লুকায়িত রয়।
টাকার জন্যই আজ মারামারি হানাহানির সৃষ্টি হয়।
টাকার জন্যই ছুটছে সবাই গ্রাম থেকে শহরে
কেউবা আবার ছুটছে দেশ হতে দেশান্তরে।
এ দুনিয়ায় টাকা ছাড়া হয় কি কোনো কাজ,
টাকা ছাড়া বিশ্বটা যে বড়ই অচল আজ।