ট্রেন চলে ঝক ঝক...
                          ছুটে চলে অবিরাম,
হুইসেলে কথা বলে,
                          নেই কোনো বিশ্রাম।
দিক-দিগন্ত বেড়ায়,
                       নিজ গতির বেগে,
আর কেবা জোরে যাবে,
                   ট্রেনের থেকে।  
হঠাৎ থামে স্টেশনে,
                           যাত্রীদের তুলবে বলে,
আবার সে দেয় ছুট
যাত্রীদের তোলা হলে।
এই দেখো না,
                    ট্রেনটাকে ভাই,
ট্রেনের বাড়ি কোথায়?
                    জানতে না পাই,
একটু ভেবে বল না ভাই,
                      কোথায় গেলে থামবে সে।
নাকি শুধু ঝড়ের গতিতে,
                      দেশ বিদেশে বেড়ায় সে।