আমার গল্পে খুঁজবো না তোকে
ভালো থাক তুই তোর মতো করে,
তোর খুশিতে বসাবো না ভাগ
ফিরব না তোর মনের ঘরে।
বলব না আর ভালোবাসি খুব
দেখাব না সেই অধিকার
বৃষ্টি ভিজলে বকব না আর
শুনতে পাবি না চিৎকার।


হ্যাংলার মতো তাকিয়ে থাকব না
হারাব না তোর চোখে,
হয়ত আমি চলেই যাব
একবারও তোকে না দেখে।
বাচ্ছাদের মতো কাঁদব না তবু
তোর কাছে ছুটে যেতে,
তোকে নিয়ে আর স্বপ্ন দেখব না
অনেক কাছে পেতে।


তুই চলে যা তোর সুখ পথে
ডাকব না পিছু আর,
আটকে রাখার চেষ্টা যে বৃথা
বন্ধ হৃদয় দুয়ার।
অঙ্কটা বুঝি মিলেও মিলল না
শত গোঁজামিলের শেষে,
তীরে এসে তরী ডুবেই গেল
ফিরল না ভালোবেশে।