সময়টা শেষ বৈশাখের  ব্যতিক্রমি সন্ধ্যা
তাই হয়ত ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ,
পবনদেব যেন প্রকৃতির প্রতি রুষ্ট হয়েছে
দমকা ঝড় ফিরে ফিরে এসে করছে তারই বহিঃপ্রকাশ।
ঘন ঘন আকাশ ভেঙে পড়ার মতো মেঘের গোঙানি
জানালার বাইরে দেখি চোখ ধাঁধানো আলোর ঝলকানি।


দূরের তালগাছের শির্ষদেশের কাঁচা কচি পাতা গুলো হঠাৎ জ্বলে উঠল
কিছু মুহূর্তের জন্য চোখের দৃষ্টি উড়ে গিয়ে দৃষ্টিহীন হয়ে কাটল।
কানে ভেশে এল এক আর্তনাদের কোলাহল,
"বাজ পড়েছে! বাজ পড়েছে!"
ভয়ে চমকে উঠলাম, কি জানি কার প্রাণ কেড়েছে!


সমস্ত আগুন নিভে গেল, শান্ত হয়ে হল বাতাস,
রিমঝিমিয়ে বৃষ্টি এসে বজ্রকে করল হতাশ।
দৌড়ে গিয়ে আম কুড়োবো,  মানব না কোনো অহেতুক শাষন বারন
লোডশেডিং এর আঁধার সন্ধ্যায় ভিজব অকারন।
সন্ধ্যাগুলো সব হারিয়েই যাবে আর একটু বড় হলে
মধুর স্মৃতি মজার স্মৃতি যত পারবে  এঁকে নিয়ো একটু সময় পেলে।