সময়ের শাষনে বদলে গিয়েছে
আমার কলমের কালি,
কলম যেন সুরহারা হয়ে
হারিয়েছে ছন্দ ডালি।
কত লেখনির সাক্ষ্য হয়েও
সব যেন আজ স্মৃতি,
এই কালি বুঝি ভাষা চেনে না
ভুলেছে পুরোনো রীতি।


এই কলম আর লিখবেনা প্রেম
আঁকবে না যুগল ছবি,
কান্নার সুরে লিখবে না গান
মুছবে বিরহ সবি।
এই কলমে উঠবে না ফুটে
হারানো প্রেমের ব্যথা,
পণ করেছে লিখবে না আর
ভুল বোঝাবুঝির কথা।


নতুন কালিতে সুখের স্বপ্ন
নেইকে কোনো বিষাদ,
খুশির আমেজে মাতোয়ারা হয়ে
দিয়েছে শান্তি প্রসাদ।
কালি বদলে বদলেছে রঙ
ভাবনায় হেরফের,
নতুনের শুরু নতুন কালিতে
থাকবে না পুরোনো জের।