যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে,
অনুভবে কথা হবে ভালোবাসারি এই মিলনে।
মেঘেরি পালকিতে উড়ে উড়ে পাখিরা যায় বহু দূরে,
একসাথে থাকি পিছনে, স্বপ্নের কিল ভূবনে।
হারাব আজ শুধু ভালোবেশে দুজনে,
নাম না জানা স্বর্গীয় কোনো উদ্যানে।


কখনোবা খুশির অছিলায় আলতো জ্যোৎস্না মাখব,
অপলক দৃষ্টিতে দুজনে চোখে চোখ রাখব।
চাঁদের বুড়ির কাছে গিয়ে রূপকথার গল্প শুনব,
আবেগী ভাষায় মেতে উঠে প্রেমকে আবার চিনব।
অবিচ্ছেদ্য মায়াজালের গভীরে দুজনে জড়িয়ে পড়ব,
হাতে হাত রেখে জীবনভর সাথ দেওয়ার শপথ করব।


কলমে : সুলতানা ও রিদয়