মোর লেখাগুলি কবিতা নাকি অকবিতা,
বুঝিবার ক্ষমতা মোর নাই,
এহ দরবারে আর করিবনা ভনিতা,
কবিবরদের অনুগ্রহ যদি নাহি পাই ।


আমি ক্ষুদে কবি, নয়তবা অকবি,
কালির আঁচরে আঁকি কতশত ছবি।


তথাপি মন নাহি রহে নির্ভয়া,
যদি মোরে কবি নাহি কয়,
কবিবরদের অনুপ্রেরণা আর সহায়তায়
হতে চাহি সমালোচনার মূল বিষয়।