রক্ত ঝরিয়ে আজ, লড়ব তোদের সাথে,
বেপরোয়া উঠবো হয়ে, আবার জয়ের পথে।
নেমেছি শপথ নিয়ে বাইশ গজের বুকে,
করব তোদের বধ, মাতব খুশির সুখে।
জ্বলবে ব্যাটে আগুন, পুড়বে তোদের কপাল,
লড়ায়ে নামলে তোদের করব খারাপ হাল।
ক্ষমতা থাকলে তোদের, থামিয়ে এখন দেখা,
ভাসবে শূন্যে বল, পরবে পেরিয়ে রেখা।


আমরা সবাই তরুণ, করিসনা মাথা গরম,
উড়বি ঝড়ের কাছে, আমাদের ভাবলে নরম।
চায়না মহারথী, আমরা তরুণেই খুশি,
করব, লড়ব আজ, দেখবি অনেক বেশি।
যোদ্ধা এগারোজন, নয়ত এগারোজন,
সঙ্গে বঙ্গবাসী, সবার ইমোশন।
আঁকরে ধরবো ব্যাট, বিপক্ষ হবে ছারখার,
স্বপ্নের কলকাতা, আমরা কে কে আর।