অষ্টাদশী যুবতী তুমি
তোমার পদচারণ ।
বিভোর ঘুমে সপ্নে তুমি
আমার গা শিউরে উঠার কারণ।
সপ্নের জগতে মারো উঁকি  
অষ্টাদশীর রুপে মেতে রই
একবার বলো তুমি আমায়
তুমার এত সৌন্দর্য পেলে কই?