তোমার জন্য হাজার ছন্দ
করছি মনে জমা
হবে হয়তো কিছু ভুল
তুমি করে দিও ক্ষমা


যদি তুমি শুনিতে চাও
তবে আমি বলিয়া দিবো
তোমার জন্য লেখা ছন্দ
আজ বলিয়া কবি হবো


আমি মানুষ, আমার পরিচয়
আমার মনুষ্যত্ব
আমার পরিচয়ে তো
আমি ব্যর্থ


হবো সফল তখন আমি
যখন বুঝবে তুমি আমার ছন্দ
কষ্ট হলেও বুঝে নিও
হোক না সেটা ভালো কিনবা মন্দ


আমার ছন্দ পড়বে তুমি
হাসবে আমায় ভেবে
সেই হাসিটাই জয় করবো
মায়া বেড়ে যাবে


মায়ার নৌকায় পাল তুলেছি
বৃষ্টি রাশিরাশি
টুপুরটুপুর বৃষ্টির ফোঁটা
বড্ড ভালোবাসি


বৃষ্টি জলে ভিজবো একদিন
হবো শঙখচিল
উড়বো মোরা আকাশ জুড়ে
তা ধিন ধিন ধিন


বৃষ্টি যদি যাইকো থেমে
নামবো দীঘির জলে
বালিহাস হবো সেথায় মোরা
ঘুরবো বিকেল ভরে


সন্ধ্যে হলে বাবুই হবো
ফিরবো তখন নীড়ে
সেই সময়ে সেই নীড়েতে
ভালোবাসারা ভীড়ে


রাত্রি যখন নামবে এসে
হবো আমি প্রেমিক
তোমার কোলে মাথা রেখে
তাকাবো চাঁদের দিক


আকাশ আলোয় ভরা সে চাঁদ
ভাল লাগেনা আমার
আমার চাঁদ যে কাছেই বসে
নিয়ে মায়ার পাহাড়