সকাল সকাল উঠে আমি
ধরতাম কত বায়না
পেটের ব্যথায় মরছি মা গো
স্কুলে না গেলে হয় না?


বকা খেয়ে মায়ের কাছে
ঠিকই যেতাম সেথায়
সেইদিন যে কোথায় গেল
কেমনে গেল হারায়!


সিসিমপুরের ইকরি আজও
ডাকে আমায় রোজ
যান্ত্রিক জীবনে ডুবে আছি
তাই নেই নাকো আর খোঁজ


রাত জেগে আজ শেষ করছি
কতশত সিরিজ
ভুলেই গেছি সিন্দাবাদ, হাতিম
মনে নাহি পড়িস


লোডশেডিং এর রাতে আজ আর
হয়না লুকোচুরি
ক্রিকেট মাঠটা ডাকলে আমায়
নিজেরে আড়াল করি


ছোট্ট কোঠায় নিজেকে রাখি
বন্দি সারাবেলা
যান্ত্রিক জীবনে মনে করি
আমার ছেলেবেলা


আহা, কত মধুর সে সময় ছিল!