প্রিয়, আমি নই তো শাহজাহান
বানাতে পারবো না তাজমহল,
তবে করতে পারি আমি, প্রিয়
তোমার মনটা দখল।


আমি তোমায় দিতে ব্যর্থ
স্বর্ণ রৌপ্য অর্থ,
আমি তোমায় দিতে পারি
ভালোবাসার স্বর্গ।


তুমি আমার ভোর বেলার
শিশির ভেজা পাতা,
তোমায় নিয়ে লিখবো আমি
কত শত কবিতা।


প্রিয়, তোমায় একটা কথা বলি
তোমার হাতে দিবো একগুচ্ছ বেলি,
যদি তোমার হাতের ফুল শুকিয়ে যায়
তবে সে ফুল যত্নে রেখো, ভেবে আমায়।


আমি তোমায় দেবো সামান্য তুচ্ছ জিনিস
কারণ, আমি গরীব প্রেমিক,
তবে এই কবির কাছে পাবে তুমি, প্রিয়
ভালোবাসার হিড়িক।