আজকাল চারিপাশে কতশত বিচ্ছেদের গল্প রচিত হচ্ছে
এই বিচ্ছেদের বিরুদ্ধে অনুসন্ধান চালালে দেখা যাবে,
অধিকাংশ বিচ্ছেদই ঘটেছে
দুজনের মাঝে বোঝাপড়া না হওয়ার ফলে
ধোকা, পরকীয়ার মতো বিষয়ে বিচ্ছেদটা স্বাভাবিক
কিন্তু বিশ্বাসঘাতকতা না করার ফলেও
দুজনের বিচ্ছেদ টা মেনে নেয়া কষ্টকর


বিয়ের পর আমরা নতুন নতুন
পার্টনারের এর সকল খুনসুটি উপভোগ করি
কিন্তু সম্পর্কের বয়স বাড়তে থাকার সাথে সাথে
অপরের খুনসুটি, দুষ্টুমি দেখতে বিরক্তিকর লাগে
তাদের করা কাজগুলো নিজের কাছে সহ্য হয়না
তারপরেই আমরা অপরের ভুল ধরায় ব্যস্ত হয়ে পড়ি
এই ব্যস্ততাই আমাদের দুজনকে
দুজনার থেকে দূরে ঠেলে দেয়
ধীরে ধীরে এই দূরত্ব বেড়ে গিয়ে বিচ্ছেদে রূপ নেয়


আমরা বিচ্ছেদের পর
আবার নতুন করে
জীবন সাজানোর জন্য উঠে পড়ে লাগি
নতুন জীবনসঙ্গীও পেয়ে যাই সবাই
শুরু হয় আবার নতুন সংসার
কিন্তু আমাদের ভালোবাসা, আগের মতোই থেকে যায়
নতুন নতুন উথলানো প্রেম
প্রেমের বয়স বাড়তেই
আবার আগের সম্পর্কের মতোই
একটি অবস্থানে গিয়ে দাঁড়ায়
তখন আমরা সমাজের দোহাই দিয়ে একসাথে থেকে যাই,
সহ্য করে নেই সবকিছু।


এই সহ্য করাটাই যদি প্রথমজনের সাথে করা হতো!
তবে কেমন হতো?