বৃক্ষের শাখায় নতুন কুরি
উঠছে আবার জেগে,
রঙিন জীবন করছে পার
উড়ছে হাওয়ার বেগে।


ছাত্র আমি, জীবন আমার
আসছে রঙিন দিন,
আলোর পথে চলবো আমি
কেননা, মাতার কাছে ঋণ।


বাড়ছে জীবন হচ্ছি বড়
জনসেবা বাকি,
কুরি থেকে হবো না আমি
আমড়া কাঠের ঢেঁকি।


গরীব দুঃখীর গায়ে তুমি
দাও যদি হাত,
ভাঙবো আমি হস্ত তোমার
করবো প্রতিবাদ।


গড়বো আমি সুন্দর দেশ
হারার নই পাত্র,
কারণ আমি এই বাংলার
বায়ান্নো একাত্তরের ছাত্র।