তুমি-ই তো সেই মানুষ
যে আমায় উড়িয়ে ঘুরিয়ে
     করে দিলো ফানুস।


তোমার দেওয়া চিরকুট
সেটা দেখে আজও আমি
       আশায় বাধি বুক।


শতকষ্ট আর শতদ্বিধার ভিড়ে
আমার মন থেকে তোমার আবেগ
       অবশেষে দিলাম ঝেড়ে।


মানুষ, তুমি জানো কী?
আবেগ ত্যাগের পরেও
       মনে মায়া থাকি।


আমি ফানুস ভুলেই গেলাম
যদি তুমি জানতে আমায়
      তবে কী ফেলনা হতাম?


শতস্মৃতি আজ ভুলে যেতে চাই
এতো স্মৃতির ভিড়ে ঘুরে ফিরে
       তোমাকেই খুঁজে পাই।


মনে শতকষ্ট শতদ্বিধা শত-আক্রোশ
সেই সাথে কার্বন হাসি দিয়ে আজ
                      আমি ফানুস।


~যাহা কিনা খালি আকাশে উড়িয়া বেড়ায়।