এই জটিল জীবনের গাণিতিক সূত্র কখনোই সরল হবে না
সরল হবে না পায়ে হেঁটে আসা জীবনের পথ গুলো


এই জটিল জীবনে তুমি রাস্তার পাড়ে দাঁড়িয়ে
এক কাপ চা খেতেই পারো
কিন্তু তুমি চা পান করার সময়
নিজের জীবনের মানে খুঁজতে থাকো
তাহলে তা হবে তোমার জন্য বৃথা চিন্তাভাবনা
এক কাপ চা তোমার অলসতা দূর করবে


তোমার জীবনের ব্যর্থতা দূর করতে
জটিল গাণিতিক সূত্রের সমাধান বের করতে হবে
যে মানুষ সূত্রের সমাধান পেয়ে যাবে
সে হবে ঘড়ির কাঁটা


পৃথিবীতে কেউই ঘড়ির কাঁটা কে বেঁধে রাখতে পারে না
সে তার সময়ের সাথে সাথে ছুটে চলে
যে সরল মানুষ তার জটিল জীবনের
জটিল সূত্রের সমাধান পাবে
সেও ঠিক ঘড়ির কাঁটার ন্যায় ছুটে বেড়াবে


ছুটে বেড়াবে ততক্ষণ
যতক্ষণ এই বসুন্ধরায় তার সময় রয়েছে
সময় যাওয়ার পর যদি তুমি ছুটতে যাও
তবে তা হবে ভয়ানক হাস্যকর


মাঠে শেষ বাঁশি বাজার পর তুমি গোল দিতে যাচ্ছ
ব্যাপার টা কিন্তু সত্যি ভয়ানক হাস্যকর
তুমি হয়তো মাঠেই ছিলে তবে থেমে ছিলে
কিন্তু ঘড়ির কাঁটা - সে তো থেমে থাকেনি
ওই এক কাপ চা খেয়ে এবার বেড়িয়ে পরো
তোমার উদ্দেশ্য ঘড়ির কাঁটার ন্যায়