ইট বালুর এই শহর টা
মোটেও এতো কঠিন নয়
আলু ভাতের মতোই আবার
এই শহরটা সরল নয়


এই শহরের অলি গলি
রোমাঞ্চ-তে ভরপুর
এই শহরের মানুষগুলোর
মনের দূরত্ব বহুদূর


কোথাও যেন হাঁটছে কেউ
হাতে রেখে হাত
এই শহরেই কেউবা আবার
সহ্য করছে ঘাত


এই শহরের এক গলিতে
কথা দিয়ে ছিল
সেই কথা আজ ভুলে গিয়ে
ছুঁড়ে ফেলে দিল


এটাই যেন এই শহরের
নিত্যদিনের ছবি
এই শহরেই বাস করে
নরম-কঠিন কবি