এই শহরে আমি জন্ম নিয়েছি
এই শহরেই আমি বেড়ে উঠেছি
এই শহরের অলি গলিতে আমার অগাধ বিস্তার
এই শহরের কাক ডাকা ভোর আমার চেনা
এই শহরের দুপুরে হকারের ডাক আমার চেনা
এই শহরের রাতের সোডিয়াম ল্যাম্পের আলো আমার চেনা
এই শহরের-ই বাসিন্দা আমি
তবু আজ নিজেকে এই শহরের পর্যটক মনে হচ্ছে
এই চেনা শহরেই আজ নিজেকে অচেনা মনে হচ্ছে
শহরের শব্দ, ধুলোবালি, কালো ধোঁয়া সবই আজ অচেনা
আমি আর আপন নই এই শহরের
এই শহরটাই কী আমাকে আপন করে নিতে পেরেছে?
নাকি আমিই পারিনি শহরটাকে আপন করে নিতে!
নিজের চেনা শহর আজ বড্ড অচেনা
বড্ড অচেনা এই শহরের মানুষগুলো।