ইটখানা মোর পেটে দিয়ে, নরম ফুটপাতে
আমি বুড়ো শুয়ে আছি, সাহেব ভাব-পাটে
নেই আমার কর্মজীবন, নেইকো পিছুটান
শুধু একটু-আধটু আমার পেটে পড়েছে টান
পেটের টানে পিঠে গিয়েছে, পেটের অবস্থান
তবুও আমি পাইনি কোথাও আমার কর্মস্থান
আমিও ছিলাম এই বাংলার রাস্তারই এক খোকা
শুধু আজকাল ক্ষুধা নিয়ে মারছি পেটের পোকা
আমারই সামনে কত খাবার আজ রয়েছে ডাস্টবিনে
তবুও এই অধমের পেটে কিছু নাহি কো মিলে
আমিও আর হাত পাতি না গো আর কাহারও তরে
হাত পাতিয়া পাতিয়া আমার ঋণের বোঝা ভরে
আর করিবো না ঋণ আমি ওই সুশীল সমাজের কাছে
ক্ষুধা পেটে আমি দুহাত তুলিয়া মিলাবো মাটির মাঝে