দিকে দিকে শুনি আজ বিষাদের সুর,
মুসলিম উম্মাহ কেন দিশাহারা, কেন এত দূর?
একই কিতাব, একই নবী, একই কালেমায় বাঁধা,
তবু কেন এ বিভেদ, কেন এত নীরবতা?

ফিলিস্তিনের রক্ত, কাশ্মীরের দীর্ঘশ্বাস,
উইঘুরের ক্রন্দন, সিরিয়ার আর্তত্রাস।
ইয়েমেনের বুকে জ্বলে দুর্ভিক্ষের আগুন,
কোথায় সে শক্তি, ছিল যা মোদের ফাল্গুন?

ভেঙেছি প্রাচীর নিজের হাতেই, করেছি ঘর ক্ষত,
শত্রুরা হাসে দেখে, আমাদের এ অবনত।
জাতিতে জাতিতে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে রেষারেষি,
ভুলেছি মোরা ভাই ভাই, ছিলাম আপন মোরা কত বেশি।

কিন্তু শোনো হে মুসলিম, শোনো এ আহ্বান,
ঐক্যই মোদের শক্তি, ঐক্যই মোদের প্রাণ।
আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো সকলে মিলে,
ভুলে যাও ভেদাভেদ, এক কালেমার নূর জাগাও সবার দিলে।

পাঁচটি আঙুল যেমন মিলেই হয় এক হাত,
তেমনি মোরা সবাই, এক নবীজির উম্মাত।
মতভেদেও থাকুক ঐক্য, থাকুক সহমর্মিতা,
শান্তির বার্তা ছড়াক, দূর হোক সকল অসমতা।

এসো এক হই, নব দিগন্তের করি সূচনা,
জ্ঞানের আলোয় আলোকিত করি বিশ্ব মানবের চেতনা।
হারানো গৌরব ফিরে পাব, পাব সম্মান,
ঐক্যের ডাকই হোক, মুক্তির এ অভিযান।

আল্লাহর সাহায্য আসবে, যদি হই একজোট,
আঁধার কেটে যাবে, সোনালী স্বপ্ন দেখবে মুসলিম, মুছে যাবে সব চোট।
ঐক্যেই নিহিত সব, ঐক্যেই কল্যাণ,
জাগো হে মুসলিম, কর মহৎ এই কর্মের আহ্বান!