সোনালী প্রভাত নামে মাঠের কোলে,
আলো ঝরে পড়ে ধানভরা ঝিলে,
দিগন্ত জোড়া ঘুমঘোরা কুয়াশা
ভাঙে ঘুম পাখির ঠোঁটের নীলে।

পানের পল্লব ঝিমায় হাওয়ায়,
ঘরের চালে বাজে চিলের ডাক,
সোনার রঙে ভিজে যায় উঠোন
পেতলের পাত্রে পড়ে রোদ্দুরের ঝাক।

আকন্দ গাছে শিশির মেলে ডানা,
ছোট্ট পুকুরে হাসে রৌদ্রছায়া,
বউঠান গায় সকাল-বেলা,
আর বাচ্চারা ঘোরে গরুর গাড়ির মায়া।

ঝাঁপি খোলে সূর্য, সোনার আভা
মাঠে বাজে পায়ের তালের ছন্দ,
সোনালী প্রভাত মানে মাটির গান,
ভোরের বুকে আঁকা রঙিন একটি ছন্দ।