হাতে নিলাম বংশী তুলে কণ্ঠে আনলাম সুর,
যার কারনে কৃষ্ণ হলাম আজ সে বহুদূর।
প্রিয়া আমার চলে গেছে স্মৃতি দিয়েছে মুছে,
সুর আজ আমার চলে গেছে প্রিয়ারি কাছে।
পাখিরা আজ দেয় না সময় শুনা যায় না কিচিরমিচির,
চন্দ্রের তার জ্যোৎস্না কমে গেছে জোয়ার হয়েছে ঘির।
তোমার কারনে হয়েছে  আজ এত পরিবর্তন সময়ে ধারায়,
প্রকৃতি তার হারাচ্ছে স্বত্বা আর তোমার অস্তিত্ব হচ্ছে বিদায়।
একদিন তুমি বলেছিলে তোমার জন্য কৃষ্ণ হতে আমি,
সেই আমি রেখেছি তোমার কথা কিন্তু  রাখো নি তুমি।
রাত আমার সঙ্গী হয়েছে জঙ্গল হয়েছে আপন,
পশু পাখি শ্রোতা হয়েছে অন্ধকার হয়েছে স্বপন।
সেই শ্রোতারা আমায় জিগেস করে কেন তুমি নেই,
ভাগ্য আমার তোমার হল না এসব জবাব দেই।
তোমার কোনো দোষ নেই ভাগ্য আমার খারাপ,
প্রিয়া আমার এখনো আজ তবে সময়টা অভাব।
(০৮/০২/২০২২)
            -০-