জানি না বৃষ্টির সাক্ষী সত্য নাকি মিথ্যা,
তারপর শুনে নেও মায়ের মুখে সেই বার্তা।
এক গ্রামে দুবন্ধু যায় বিদেশে অর্থ উপার্জনে,
ফেরা পথে খুন করে তার বন্ধুকে ফাঁকা নির্জনে।
এমনি সময় পড়ে বৃষ্টি ঐ নির্জন ভূমিতে,
বৃষ্টি ফোঁটাকে লক্ষ্য করে বিচার চায়
লাশ গুম করে ফিরে আসে নিজের বাড়িতে,
রাস্তায় ছিল বন্ধুর মা জিগেস করে
বুড়িতে বুঝায় সে চলে এসেছে দুদিন আগে,
তার জন্য সেও চলে এসেছে
দিন থেকে মাস হল সংবাদ নেই তার,
মাস থেকে বছর হল
দেখতে দেখতে চল্লিশ বছর হয়ে যায় পার,
বুড়িতে মরে গিয়ে চলে যায় পরপার।
কোন দিন পড়ন্ত বিকেল বেলায় খাবারের সময়,
খাবার খেতে আসে খুনি
খাওয়ার সময় বৃষ্টি নামে ঘরে উঠুনে,
চেয়ে বৃষ্টি দেখে ফোঁটা হাসে মনে মনে।
স্ত্রী কাছে গোপন করা হলে না দেখে ফেলল,
বিনা কারনে হাসে না সে তাই জিগেস করল।
অনেক রিকুয়েস্টতে স্বীকার করে সেই সত্য কাহিনী,
চল্লিশ বছর পার হয়ে গেল বৃষ্টি আজো সাক্ষী হয় নি।
তার কিছু দিন বাদে লাগে ঝগড়া স্বামী স্ত্রী মাঝে,
মারতে আসলে বলে ওঠে স্ত্রী সেই হত্যার
আমাকে তর বন্ধু পাইছিস করবে নির্জন খুন,
তার আগে সবাই কে বলে দিব তর পাপের
পাশ দিয়ে যাচ্ছিল গ্রামবাসী শুনে ফেলে সবাই,
ধরে ফেলে দুজনকে বেধে ফেলে গাছের গোড়ায়।
পুলিশ এসে ধরে নিয়ে যায় কেস হয় রিওপেন,
বৃষ্টি দিল সাক্ষী  মাধ্যম  হল ওমেন।