আলমগীর হোসাইন
কাকের মাংস কাকে খায় না
বাঘে খায় না ঘাস,
মানুষ পারে সব কিছু
বানিয়ে ফেলে লাশ।
কুকুরের কাজ কুত্তামি করা,
এই টা তার জীবের স্বভাব,
মানুষ নামক ধর্ষক গুলি
রক্তে রয়েছে খুনের মনোভাব।
বানর করে বান্দরামি
আর করে অন্যের অনুকরণ,
মানুষের কাজ অতুলনীয়
দেখায় তার প্রতিফলন।
পিপড়ে আছে একতা
থাকে দল বেধে,
মানুষ আজ পশু হয়েছে,
বিবেক ছাড়া ছুটে।
গণ্ডারের চেয়ে বেশি শক্ত
মানুষের গায়ে চামড়া,
কুকুরের চেয়ে অতি হিংস্র
মানুষ জাতি আমরা।